
এবার জুলাই শহীদদের লাশ শনাক্তে আনা হবে বিদেশি বিশেষজ্ঞ
নিজস্ব প্রতিবেদক
রায়েরবাজার কবরস্থানে শায়িত জুলাই শহীদদের লাশ তুলে তাদের পরিচয় শনাক্তের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, রায়েরবাজার কবরস্থানে বেশকিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। এসব বেওয়ারিশ লাশ চিহ্নিত করার জন্য তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল।
তিনি বলেন, ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করাবো, এখানে বিদেশি এক্সপার্ট এসে কাজ করবেন। এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটা বড় ইস্যু।’
শফিকুল আলম আরও বলেন, বননীতি যেটা ১৯৮৪ সালে ছিল, সেটাও পরিবর্তন করা হবে। সিদ্ধান্ত হয়েছে, কোনও বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগান যাবে না। এটার সঙ্গে কাঠ আমদানি বাড়ানো হবে, যাতে বাংলাদেশের বন বা গাছের ওপরে বেশি ভার না পড়ে।
 
				 
					




