
এবার করোনায় প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
ঢাবি প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। রোববার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, প্লাজমা থেরাপি দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রথম কোনও শিক্ষক যিনি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে মারা গেলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ।
তিনি শোকপ্রকাশ করে বলেন, আমাদের একজন শিক্ষক আজ করোনায় মৃত্যুবরণ করলেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
প্রক্টর গোলাম রব্বানী আরও জানান, আইসিইউ, ভেন্টিলেশনসহ তাকে সকল ধরনের চিকিৎসা সুবিধা দেয়া হয়েছিল। এমনকি তিন দিন আগে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল তাকে। তারপরও অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদকে বাঁচানো সম্ভব হয়নি।
দেশে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৪ হাজার ৬০৮ জন এবং এতে প্রাণ হারিয়েছেন ৬১০ জন।
চিত্রদেশ//এস//