একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছেন সাকিব
স্পোর্টর্স ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে খেলতে নেমে মাঠেই মেজাজ হারালেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার ঢাকা লিগে সপ্তম রাউন্ডের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে মোহামেডান। এরপর ব্যাটিংয়ে নেমে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিলো আবাহনী। এরপর বল করতে আসেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহীম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করলে আম্পায়ার তাতে সাড়া দেননি।
এরপরই বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বসেন সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন। সেখানেই শেষ নয়। আম্পায়ারের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে কিছু বলতে থাকেন। অনেকটা সময় এমন আচরণ করেন সাকিব।
ওটাই একমাত্র ঘটনা নয়। বৃষ্টি ও বাতাসের কারণে আম্পায়াররা যখন কভার আনার ডাক দেন তখন আবার মেজাজ হারান সাকিব আল হাসান। এবার তেড়েফুড়ে গিয়ে ৩ স্টাম্প তুলে ছুঁড়ে ফেলেন।
চিত্রদেশ//এফটি//