প্রধান সংবাদশিক্ষা

একাদশে ভর্তি শুরু আজ, ক্লাস অনলাইনে

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষায় নেওয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত। জানা গেছে, মহামারির মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনের ক্লাস শুরু হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে। এ লক্ষ্যে ১ অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তবে করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই কেবল এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে স্বাভাবিক ক্লাস শুরু হবে।’

এদিকে আজ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা যায়, এবারও মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button