প্রধান সংবাদবিনোদন

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক:
সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে সরকারি সফরকালে অসুস্থ হয়ে পড়েছিলেন। জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হলে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের বরাতে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়েছিলেন এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিশা বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলের কাছে ফারুকীর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) চারদিনের সফরে কক্সবাজারে যান ফারুকী। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তার সফর বাতিল করা হয়। কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, সংস্কৃতি হাব ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা থাকলেও সেগুলো স্থগিত করা হয়েছে।

 

Related Articles

Back to top button