অন্যান্য

উত্থানে ফিরেছে সূচক

স্টাফ রিপোর্টার:
আগের ৩ দিনের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে মূল্য সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৪৬ মিনিট পরযন্ত ডিএসইতে ৪৪০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button