প্রধান সংবাদ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল। টিকিট স্টেশনে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হবে। তবে বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।

সোমবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হলে ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচদিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। এ ছাড়া ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট বিক্রি হবে। যদি রোজা ৩০টি হয় অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের যাত্রার টিকিট।

ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। ওই দিনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাউন্টারে সকাল ৮টা থেকে এবং অনলাইনে সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

এ ছাড়া ঈদের দিন ‘শোলাকিয়া স্পেশাল’ নামে এক জোড়া ট্রেন চলবে। আগামী ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিত্রদেশ//এফ টি//

Related Articles

Back to top button