ঈদে গণপরিবহন চলবে: কাদের
স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, তবে ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে। বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সংসদ ভবন এলাকার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে গণপরিবহন চলাচল বিষয়ে তিনি এ কথা জানান।
ঈদের আগে পাঁচদিন এবং পরের তিনদিনসহ মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখতে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী বিআরটিএকে চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (১৫ জুলাই) নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, ঈদে ৯ দিন গণপরিবহন চলবে না। তবে কয়েকঘণ্টার মধ্যে তিনি বক্তব্যি বদলে জানান, গণপরিবহন চলবে, তবে পণ্যনবাহী যান বন্ধ থাকবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনার বিস্তার রোধে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ঈদের আগে পরে ৯ দিন যাত্রীবাহী বাসসহ সকল গণপরিবহন বন্ধ রাখতে বিআরটিএকে চিঠি দেওয়া হয়েছিল। তবে জনজীবন স্বাভাবিক রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্তে এ নির্দেশনায় পরিবর্তন এসেছে।
চিত্রদেশ//এস//