ইসির অন্তত ৫ জন করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অন্তত ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
|
বুধবার ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, আগারগাঁওয়ের ইসি সচিবালয়ের কয়েকজন ও মাঠ পর্যায় মিলিয়ে ৫-৭ জন আক্রান্তের তথ্য জেনেছি। আক্রান্তের পূর্ণাঙ্গ চিত্র পেতে ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
তিনি জানান, এদের মধ্যে একজন সহকারী সচিব রয়েছেন। বাকিদের মধ্যে একজন সহকারী প্রোগ্রামার, একজন আনসার সদস্য, একজন স্টেনোগ্রাফার ও একজন পিয়ন রয়েছেন।
তবে সিইসিসহ নির্বাচন কমিশনের সদস্যরা ভালো রয়েছেন বলে জানান ইসি সচিব।
সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের কেউ আক্রান্তের তথ্য নেই। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও সতর্ক থেকে কাজ চলছে। করোনা সংক্রমণের এ সময় স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় নির্দেশনাবলী অনুসরণ করেই আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ইসির অধীনে ১০টি আঞ্চলিক অফিস, জেলা অফিস ও উপজেলার পযায়ে পাঁচ শতাধিক অফিস এবং এনআইডি সার্ভার স্টেশন রয়েছে। কেন্দ্রীয়ভাবে এনআইডি উইংও রয়েছে।
চিত্রদেশ//এস//