ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক:
জেনারেল কাসেম সোলেইমানির বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো এতে ১১ আমেরিকান সেনা আহত হয়েছে। মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
যদিও এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ বলেছিলো, ইরানের ওই হামলায় তাদের কোনো সেনা হতাহত হয়নি। এমনকি ওই ঘাঁটি দুটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার ইরানি দাবি উড়িয়ে দিয়েছিলেন।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত
কিন্তু অবশেষে যুক্তরাষ্ট্র তাদের সেই দাবি থেকে সরে এসেছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক বিভাগ এক বিবৃতিতে জানায়, ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ১১ সেনা অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তবে তারা ক্ষেপণাস্ত্রের আঘাতে অসুস্থ হয়নি। বরং হামলার ভয়াবহতা দেখার পর তারা একধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।
সামরিক বাহিনীর মুখপাত্র বিল উরবান এক বিবৃতিতে বলেন,‘গত ৮ জানুয়ারি ইরান আল আসাদ বিমান ঘাঁটিতে যে হামলা চালিয়েছিলো, এতে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে হামলার কারণে কয়েকজন সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের এখনও চিকিৎসা দেয়া হচ্ছে।’
ইরানি হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা চলছে ইসরায়েলে
প্রসঙ্গত, ইরানের এলিট ফোর্স আল কুদসের কমান্ডার জেনারেল সোলেয়মানি হত্যার বদলা নিতে বুধবার (৮ জানুয়ারি) ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার পর তেহরান দাবি করেছিলো, এই হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত এবং আরো ২০০ জন আহত হয়েছে। পরদিন তারা আরো দাবি করে যে, তেহরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ জন মার্কিন সেনাকে ইসরায়েলে চিকিৎসা দেয়া হচ্ছে।
চিত্রদেশ //এস//