
খেলাধুলাপ্রধান সংবাদ
ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক:
ভারতের মাটিতে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জেতার পর আর খুঁজে পাওয়া যায়নি ইংল্যান্ডকে। পরপর তিন ম্যাচ হেরে সিরিজ হেরেছে স্টোকসরা। আর সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ভারত।
শনিবার চতুর্থ টেস্টের তৃতীয় দিন বিকেলে রবিচন্দ্রন অশ্বিনদের সামনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় মাত্র ১৩৫ রানে। দুই স্পিনার অশ্বিন ও অক্ষর প্যাটেল দুজনই নিয়েছেন ৫টি করে উইকেট।
এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলে ২০৫ রান। ভারত ১ম ইনিংস করেছিল ৩৬৫। ১৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। কিন্তু ফের ব্যর্থ হয় ব্যাটসম্যানরা। ফলে ইনিংস ও ২৫ রানের জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করে বিরাট কোহলির দল।
আগামী জুনে লর্ডসে শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
/এলএইচ//