প্রধান সংবাদ

আ’লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিলেন আতিক ও সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার:
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম ও সাঈদ খোকন।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী এই দুইজন ফরম জমা দেন।

শুক্রবার দুপুরে মনোনয়ন ফরম জমা দেন ঢাকা উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। এর আগে বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম জমা দেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন।

এর আগে গত বুধবার বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন আতিকুল ইসলামের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা সাইফুদ্দিন ইমন। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের বর্তমান দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।

এছাড়া এদিন বিকাল ৩টা পর্যন্ত উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী।

এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

মনোনয়ন জমা দেয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বর্তমান মেয়র আতিকুল জানান, ঢাকা উত্তরে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জনপ্রিয় মেয়র আনিসুল হকের মৃত্যুতে উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন আতিক।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button