আম্পানের তাণ্ডবে লাখ লাখ গ্রাহক বিদ্যুৎহীন
স্টাফ রিপোর্টার:
আম্পানের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দশলাখেরও বেশি গ্রাহক। উপকূলীয় এলাকায় বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ার প্রভাবে গাছ পড়ে, তার ছিঁড়ে পড়াসহ বিভিন্ন কারণে ঘণ্টা দেড়েকের মধ্যে উপকূলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্তত ১৭টি সমিতির এসব গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এমতাবস্থায় বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামতের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে বিতরণ সংস্থাগুলো বলছে, ঝড় থেমে গেলে আজ বিকালের মধ্যে মেরামত করে সংযোগগুলো চালু করতে পারবে তারা।
আরইবির সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) অনজন কান্তি দাশ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে বলেন, পটুয়াখালী, ভোলা, বরিশালের কিছু অংশ, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরাসহ উপকূলের ১৭টি সমিতির ৫০ থেকে ৬০ ভাগ লাইন বন্ধ হয়ে গেছে। সংখ্যার বিচারে ১০ থেকে ১২ লাখ গ্রাহকের সংযোগ বন্ধ হয়েছে বলে আমরা ধারণা করছি। এগুলো আমরা বন্ধ করিনি, ঝড়ের কারণে বন্ধ হয়েছে। অনেক জায়গায় বড় বড় গাছ পড়েছে, অনেক স্থানে তার ছিঁড়েছে।
চিত্রদেশ//এস//