গল্প-কবিতা
আব্দুল কুদ্দুসের প্রেমের কবিতা ‘অন্ধকারের আবেশে খুঁজি’
অন্ধকারের আবেশে খুঁজি
আলোর পরশ
উষ্ণতায় ঢেকে যায়
নিরুপমার অবয়ব
সুখ নদীতে ডুবে
শান্তির সমীরণের ঢেউয়ে
ছুটে যাই অজানার তরে
অসীমের সান্নিধ্যে
নিজের অজান্তে
দুরুদুরু বুকে কাঁপন লাগে
শিরা-উপশিরায় কামনার আগুন ঝরে
খুঁজে ফিরি তাকেই
যে আছে মম অন্তরে
আঁকা আছে হৃদয়ে
জলছবি তুলির আঁচড়ে
মিশে আছে একাকার হয়ে
রন্ধ্রে রন্ধ্রে সুবিস্তীর্ণ মেঘখণ্ডে
রূপকথার গল্পে
ছায়া হয়ে মোহাচ্ছন্ন করে
স্বপ্নচারিণী বেশে, কল্পলোকে
মনোমন্দিরে রেখেছি তাকে
পরম আদরে সোহাগে
নিরব ভালোবাসা দিয়ে।