প্রধান সংবাদ

আজ থেকে যাত্রী ভর্তি করে ট্রেন চলবে

স্টাফ রিপোর্টার:
এখন থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন।

বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নেয়া হবে। এতদিন করোনাভাইরাস প্রতিরোধে নির্ধারিত সিটের বিপরীতে ৫০ শতাংশ টিকিট বিক্রি হতো।

আজ থেকে শতভাগ টিকিট বিক্রি করে শতভাগ যাত্রী উঠানো হবে।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় রেলপথ বিভাগের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান জানান, বুধবার থেকে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করা হবে এবং শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে।

এর পূর্বে করোনাভাইরাস প্রতিরোধে যাত্রীবাহী ট্রেনে ৫০ শতাংশ টিকিট বিক্রি এবং ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন পরিচালনা করা হতো।

সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে।

এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আসনের টিকিটই বিক্রি করা হবে।

এদিকে আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে ২১৮টি ট্রেন চলবে।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button