গল্প-কবিতাপ্রধান সংবাদ

‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন খ্যাতিমান কবি মো. মেহেবুব হক

নিজস্ব প্রতিবেদক:

খ্যাতিমান কবি ও সংগঠক মো. মেহেবুব হক ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩’ এর ‘সাহিত্য ও সংগঠন’ বিভাগে এবছর ‘আজীবন সম্মাননা’ পুরস্কার পাচ্ছেন ।

তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০ টি।

প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ :
১) ভালোবাসার নীলপদ্ম (২০১৯)
২) নিরন্তর তুমি (২০১৯)
৩) মানবতার দর্পণ (২০১৯)
৪) নীল প্রজাপতি (২০২০)
৫) নাতে রাসূল (সা.) (২০২১)
৬) মহামানব (২০২২)
৭) ঐশী ছোঁয়া (২০২৩)
৮) পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২)
৯) মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২)
১০) ভালোবাসার অচিন পাখি (২০২৩)

কবি মেহেবুব হকের পুরস্কার ও স্বীকৃতি :

১) কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত “জাতীয় সাহিত্য উসব-২০২৩” অনুষ্ঠানে কাব্যসাহিত্যে অবদানের জন্য তিনি ‘জাতীয় সাহিত্য পুরস্কার’ ও সনদপত্র পান।
২) ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক আয়োজিত ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ পান এছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্মাননা স্মারক-২০২৩ গ্রহণ করেন।

সাংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডসমূহ :
১) ঢাকা সাহিত্য পরিষদের আজীবন সদস্য।
২) ঢাকা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির একজন সদস্য।
৩) ঢাকা সাহিত্য পরিষদের Advisory Council এর একজন সম্মানিত উপদেষ্টা।
৪) Friends of Humanity Bangladesh-FHBD সংগঠনের প্রধান উপদেষ্টা।
৫) ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার উপদেষ্টা সম্পাদক
লেখালেখি ছাড়াও তিনি মানবতা, নৈতিকতা, শিক্ষা বিভিন্ন দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তা, দাতব্য কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের সাথে একান্তভাবে জড়িত আছেন।

মো. মেহেবুব হক যশোর জেলার সারসা থানার নাভারণ বাজারের নিকটস্থ উত্তর বুরুজবাগান গ্রামে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেনন। তার পিতার নাম মোঃ ফজলুল হক ও মাতার নাম মমতাজ বেগম। পিতা মাতার দুই সন্তানের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। শিক্ষাগত জীবনে তিনি ২০০১ সালে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০০৯ সালে বিএসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী লাভ করেন।
সাহিত্য চর্চা : ছোটবেলা থেকেই তিনি সাহিত্যনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন।

পেশাগত জীবন :
পেশাগত জীবনে পর পর তিন বার বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরী লাভ করেন। ২৯ তম বিসিএস এর মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী, ৩০ তম বিসিএস এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড-এ (কাস্টমস এন্ড এক্সাইজ। ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করেন ও ৩১ তম বিসিএস এর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে মনোনীত হন। বর্তমানে তিনি ৩০ তম বিসিএস (কাস্টমস এন্ড এক্সাইজ) এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড-এ ডেপুটি কমিশনার পদে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আইএমএফ ইনস্টিটিউট, ওয়াশিংটন ডিসি (ইউএসএ) হতে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট (অনলাইন) এবং ভ্যাট অনলাইন প্রজেক্টের আওতায় মাহানাকর্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি, ব্যাংকক, থাইল্যান্ড হতে স্বশরীরে রেভিনিউ ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন করেন। তিনি গত ১১-১২ অক্টোবর,২০২৩ ভারতের নয়াদিল্লীতে UNODC কর্তৃক আয়োজিত “বন্যপ্রাণী অপরাধ সংক্রান্ত দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরামশ” (South Asia Regional Consultation on Wildlife Crime) শীর্ষক কর্মশালায় বাংলাদেশ কাস্টমস এর একমাত্র প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছেন।

চিত্রদেশ//এল হক//

Related Articles

Back to top button