প্রধান সংবাদসারাদেশ

অর্ধেক যাত্রী নিয়ে চলবে শুধু আন্তঃনগর ট্রেন

স্টাফ রিপাের্টার:
করোনাভাইরাসের মহামারীর কারণে দুই মাস ধরে চলা লকডাউন শিথিলে আপাতত শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে গণপরিবহন চলাচল করবে সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত জানাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেছেন, “৩১ মে থেকে ১৫ জুন শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আগামী শনিবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এই সময়ে আসন সংখ্যার অর্ধেক টিকেট বিক্রি করা হবে বলে মন্ত্রণালয়ের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এ নিয়ে বৈঠকে কর্মকর্তারা দুই রকম মত দেন। একপক্ষের কর্মকর্তাদের বক্তব্য, স্বাস্থ্যবিধি মানতে গেলে চার ভাগের তিন ভাগ আসন খালি রাখা উচিত।

এ নিয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আর রেলের টিকিট অনলাইন ও স্টেশনের কাউন্টার- দুই মাধ্যমেই পাওয়া যাবে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button