প্রধান সংবাদ

অবৈধ দোকান উচ্ছেদে বাধার মুখে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বিপরীতের তিনটি অবৈধ মার্কেটের অংশ উচ্ছেদে গেলে বাধার মুখে পড়ে নগর কর্তৃপক্ষ। উচ্ছেদ বন্ধে সড়কে নেমে আসেন হাজার হাজার ব্যবসায়ী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিলো।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, রাজধানীর এই বিপণিবিতানে ৯১১টি নকশাবহির্ভূত দোকান আছে। যার মধ্যে কিছু দোকান বিপণিবিতানের শৌচাগার, লিফটের জায়গা ও মানুষের হাঁটার পথে তৈরি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় এই দোকানগুলো উচ্ছেদে অভিযান শুরুর কথা ছিল। নির্ধারিত সময়ে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে এসেছেন। কিন্তু তার আগেই বিপণিবিতানের সামনের সড়কে অবস্থান নেন সংশ্লিষ্ট দোকানের মালিক ও কর্মচারীরা।

দোকানিদের দাবি, সাবেক মেয়র সাঈদ খোকনের সময় নকশাবহির্ভূত এসব দোকান বৈধ করতে তাঁরা লাখ লাখ টাকা দিয়েছেন। দোকানগুলো থেকে ডিএসসিসি এত দিন ভাড়াও নিয়েছে। এখন কোনো ধরনের নোটিশ ছাড়াই দোকান উচ্ছেদ করার জন্য এসেছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি বুঝে উচ্ছেদ শুরু করবেন।

চিত্রদেশ//এফ//এল//

Related Articles

Back to top button