প্রধান সংবাদসারাদেশ

৬ জেলায় ঢুকেছে বন্যার পানি

স্টাফ রিপোর্টার:
করোনার মধ্যে চলতি মাসের শেষ দিনগুলোতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে মধ্য ও স্বল্প মেয়াদি বন্যা বিস্তৃত হতে পারে। ইতোমধ্যে দেশের ৬ জেলা বন্যার পানি ঢুকছে। এসব জেলার নদীরগুলোর পানি এখন বিপদসীমার ওপরে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। এতে আগামী সপ্তাহ পর্যন্ত পানি বেড়ে ৬ জেলার আরও এলাকা প্লাবিত হবে।

এছাড়া আরও কয়েকটি জেলা আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা। তারা জানান, মাঝারি ধরনের এ বন্যা ১৪ দিন স্থায়ী হতে পারে।

বন্যা পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া বলেন, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারি, লালমনিরহাট, সিলেট ও সুনামগঞ্জ এলাকার নদীর পানি বিপদসীমার ওপরে উঠে গেছে। এখন এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা কবলিত হয়ে পড়েছে।

আগামী কয়েকদিন পানি আরও বাড়বে। এতে এসব এলাকায়র নতুন নতুন জায়গা বন্যা কবলিত হবে।

এদিকে মধ্যমেয়াদি বন্যা বলা যায়। দুই সপ্তাহের মতো পানি থাকতে পারে এসব এলাকায়। আগামী ৪-৫ তারিখ পর্যন্ত এই পানি বাড়বে। তাতে আরও জেলা প্লাবিত হতে পারে।

চিত্রদেশ //এল//

Related Articles

Back to top button