প্রধান সংবাদসারাদেশ

৫ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি:

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৭টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, রাত ২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। পরে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ৭টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, রাতে কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছিল। সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

চিত্রদেশ//এইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button