আন্তর্জাতিকপ্রধান সংবাদ

২ বছরের কারাদণ্ড হতে পারে সু চির

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সোমবার মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বুধবার জানানো হয়, আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চির মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মামলার নথিতে দেখা গেছে, রাজধানী নেপিদুতে সু চির বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি পাওয়া গেছে। এগুলো বিনা অনুমতিতে ও অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চির দেহরক্ষীরা এগুলো আমদানি করেছিল। অভিযোগ প্রমাণিত হলে সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে তার দলের সদস্যরা জানিয়েছেন।

এদিকে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে নির্বাচনি প্রচারনা চালানোর অভিযোগ এনেছে সেনাবাহিনী।

 

//এলএইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button