খেলাধুলা

১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১২২ রানে ক্যারিবীয়দের অলআউট করে দিয়েছে টাইগাররা। বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। একাই নিয়েছেন ৪টি উইকেট। খরচ করেছেন মাত্র ৮ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হওয়ার দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের শিকার হন এমব্রিস। আউট হওয়ার আগে করেন ৭ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১২২ রানে থামতে হয়।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, স্পিনার মেহেদী হাসান মিরাজ সবাই উইকেট পেয়েছেন।

চিত্রদেশ//এইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button