অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি অর্ধেকে নেমেছে

হিলি প্রতিনিধি: ভারতের হিলি কাস্টমসে সার্ভারের সমস্যার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম অর্ধেকের নিচে নেমেছে। তবে বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রবিবার বিকাল থেকে ভারতের হিলি কাস্টমসের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে বলে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জিত মজুমদার আমাদের জানিয়েছেন। এর কারণে বেশি সময় ধরে কাস্টমসে সার্ভার না থাকায় রফতানি পণ্যের টেন্ডারসহ বিল অব এন্ট্রি সাবমিট করা যাচ্ছে না। যার কারণে বন্দর দিয়ে স্বাভাবিকভাবে পণ্য রফতানি করা যাচ্ছে না। মাঝে মধ্যে সার্ভার আসছে, সেসময় যেসব পণ্যের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সেসব পণ্য রফতানি করা হচ্ছে। এর কারণে পণ্য আমদানি-রফতানি অর্ধেকের নিচে নেমেছে। বন্দর দিয়ে গড়ে প্রতিদিন যেখানে ২০০ থেকে ২২০ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি হতো, সেখানে রবিবার মাত্র ৭১ ট্রাক পণ্য আমদানি হয়েছে। সোমবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত মাত্র দুই ট্রাক পণ্য আমদানি হয়েছে।’

সার্ভারের ত্রুটি সমাধানে চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সমস্যা কেটে গেলে বন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক গতিতে শুরু হবে। তবে বন্দরের ভেতরে পণ্য লোড, আনলোড, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

 

চিত্রদেশ //এফ//

Related Articles

Back to top button