অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি:
হিলি স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানির কার্যক্রম সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।

সভাপতি আব্দুল আজিজ জানান, শুক্রবার ভারতের সিনিয়র সিএন্ডএফ এজেন্ট আশিস দত্ত (৭২) মারা গেছেন। তার মৃত্যুর কারণে শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ আছে। দুপুর ১টার পর দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

চিত্রদেশ//এসএইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button