অন্যান্য

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন

স্টাফ রিপোর্টার:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইতে ১ হাজার ৪১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৩৫ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button