বিনোদন

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক:

ভালো আছেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। তীব্র শ্বাসকষ্ট নিয়ে শনিবার (৮ আগস্ট) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের থেকে বেশ ভালো আছেন এই অভিনেতা।

এএনআই তাদের একটি খবরে জানায়, ডাক্তারদের ভাষ্যমতে বেশ স্বাভাবিক রয়েছে সঞ্জয়ের শারীরিক অবস্থা।
এরইমধ্যে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানন্তর করা হয়েছে। আশা করা যাচ্ছে আজ কিংবা কালকের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন তিনি।

জানা গেছে, সঞ্জয় দত্তের করোনার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে।

তবে অসুস্থতার এই সময়ে নিজের স্ত্রী-সন্তানকে কাছে পাননি বলিউডের এই জনপ্রিয় তারকা অভিনেতা। করোনার জন্য দুবাইয়ে আটকে রয়েছেন তারা।

চিত্রদেশ//এফ//

আরও

Leave a Reply

Back to top button