প্রধান সংবাদসারাদেশ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সড়ক দুর্ঘটনায় দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button