প্রধান সংবাদ

সংসদের শীতকালীন অধিবেশন শুরু আজ

স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

নতুন বছরের শুরুতে এই অধিবেশন শীতকালীন অধিবেশন নামে পরিচিত। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

এর আগে বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। স্পিকারের সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সংসদের চিফ হুইপ অংশ নেবেন।

৬ষ্ঠ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button