আন্তর্জাতিক

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রোববার সন্ধ্যায় হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করায় তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথার পাশাপাশি তিনি শ্বাসকষ্টেও ভুগছিলেন। ফলে তাকে ওই হাসপাতালে ভর্তি হতে হয়।

তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতাল থেকে এখনও কোনও তথ্য দেয়া হয়নি।

মনমোহন সিং এইমসের হৃদরোগ বিশেষজ্ঞ নীতীশ নায়কের তত্ত্বাবধানে রয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৮টা বেজে ৪৫ মিনিটে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২০১৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিং-এর বাইপাস সার্জারি হয়েছিল। তারপর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে রোববার সন্ধ্যায় হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করায় ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে তার শ্বাসকষ্টের উপসর্গও ভাবাচ্ছে সকলকে।

প্রসঙ্গত, মনমোহন সিং ২০১৮ সালে এউপিএ সরকারের পতনের পর রাজ্যসভার সাংসদ পদে আসীন ছিলেন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। একই সঙ্গে তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অন্যতম পরামর্শদাতা।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button