রাজনীতি

শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে এমপি মোকাব্বির

স্টাফ রিপোর্টার:
সিলেট -২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে শ্বাসকষ্ট অনুভব করায় সিএমএইচে ভর্তি হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ । তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছেন। এসময় মোকাব্বিরের করোনা আছে কিনা তা জানার জন্য নমুনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মোশতাক আহমেদ জানান, মোকাব্বির খান ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই হাসপাতালে ভর্তি হন তিনি।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button