প্রধান সংবাদসারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী- রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি:
পদ্মার ডুবোচরে আটকে পড়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ফলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট দিয়ে মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে ফেরিটি নৌরুটের বিকল্প চ্যানেলে প্রবেশ করলে ডুবোচরে আটকে যায়। বেশ কিছুক্ষণ উদ্ধারের চেষ্টা করলেও ফেরিটি ডুবোচর থেকে মুক্ত হতে পারেনি, বরং চ্যানেলমুখে আটকে পড়ে। এতে নৌরুটের সব ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকালে কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ৩৫/৪০টি পরিবহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দেয়। এটি নৌরুটের বিকল্প চ্যানেলে প্রবেশ করলে ডুবোচরে আটকে যায়। চ্যানেলে ফেরি আটকে যাওয়ায় চ্যানেল দিয়ে অন্যান্য ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। উদ্ধারকারী ২টি আইটি জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে ঢাকাগামী প্রায় পাঁচ শতাধিক পরিবহন আটকে আছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া জানান, নৌরুটের চ্যানেলে প্রবেশ করতে গিয়ে ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফলে বন্ধ হয়ে যায় চ্যানেলটি। এ কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button