প্রধান সংবাদ

শান্তিপূর্ণ ভোট হয়েছে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, শান্তিপূর্ণভাবে ১ম দফায় ২৪ পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান কমিশন সচিব।

সোমবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দেশের ২৪ পৌরসভায় সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রদান করেন ভোটাররা।

এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা যেমন নতুন উদ্দীপনায় ভোট দিয়েছেন তেমনি অনেক স্থানে এই মেশিনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা।

চিত্রদেশ//এল//

Tags

আরও

Leave a Reply

Back to top button