প্রধান সংবাদ

র‌্যাবের ডিজি হলেন আবদুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হয়েছেন সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ জারি করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মু. মোহসিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বুধবার দুপুরে জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি হিসেবে আবদুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেয় সরকার। এই আদেশ ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশে যোগ দিয়েছিলেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে ১৯৬৪ সালের ১২ জানুয়ারি জন্ম তার। ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা আল-মামুনের। এর আগে গত বছরের ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button