রোববার থেকে সংসদ টেলিভিশনে ষষ্ঠ-দশম শ্রেণির ক্লাস
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রোববার সকাল ৯টা থেকে সংসদ টিভিতে প্রচার হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস। চ্যানেলটিতে শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচার করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা দিয়েছে সরকার। বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনাভাইরাস মহামারীর চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম এ ভাইরাস শনাক্ত হয়।
এ পর্যন্ত সারা বিশ্বে প্রায় পৌনে ৫ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে ২১ হাজারেও বেশি মানুষ। সেইসঙ্গে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক ব্যক্তি।
//এল//