অপরাধ ও আইন

রাজশাহীতে ফাঁকা বাড়িতে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলায় ফাঁকা বাড়িতে ঢুকে সুফিয়া বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে পবার দামকুড়া থানার টেংরামারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া একাই এলাকার আনিসুর রহমানের স্ত্রী।

দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর স্বামী ও ছেলে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই নারী।

ফাঁকা বাড়িতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে গেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন।

ওসি জানান, কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার কিছুই তারা জানতে পারেননি। তারা তদন্ত করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে হত্যা মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button