প্রধান সংবাদ

রাজধানীর বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বংশালের কসাইটুলীতে গ্যাসলাইন বিস্ফোরণে মইনুল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তার বাবা-মা ও বড় বোন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মৃত মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বড় বোন জান্নাতুল ইসলাম (৪)।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, সকালে কসাইটুলীতে সড়কের পাশের গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে এবং একই পরিবারের ৪ জন দগ্ধ হন। এসময় ঘটনাস্থলেই শিশু মইনুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে বুধবার সড়কে গ্যাসলাইন মেরামত করা হয়। সেখানে কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে। এ কারণে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button