প্রধান সংবাদ

রাজধানীবাসী পাবে ৪ লাখ টিকা

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর জন্য চার লাখ ডোজ করোনার টিকা বরাদ্দ রয়েছে। ধাপে ধাপে এসব টিকা বিতরণ করা হবে।

সোমবার জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইনে সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকাগ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছে।

পরীক্ষামূলক প্রয়োগের পর গণহারে টিকা দেওয়া হবে আগামী রোববার থেকে। এরই মধ্যে অর্ধেকের বেশি জেলায় পৌঁছে গেছে টিকা। এ বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, জরুরি কাজ ছাড়া ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এখনো অ্যাপে নিবন্ধন শুরু না হলেও সোমবার সকালের মধ্যে অনলাইনে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তিনি আরো বলেন, যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

চিত্রদেশ//এল//

Tags

আরও

Leave a Reply

Back to top button