প্রধান সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার:
কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানী। এতে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার পর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়।

এদিকে হঠাৱ বৃষ্টি নামার কারণে প্রস্তুতি না থাকায় ফার্মগেট এলাকায় লোকজনকে বিভিন্ন স্থাপনার নিচে দাঁড়াতে দেখা যায়। কেউ কেউ আবার এরমধ্যেই গন্তব্যে ছুটছেন। বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় যানবাহনগুলোর গতি কমে যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সাগরে সৃষ্ট নিন্মচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

তবে এখন পর্যন্ত রাজধানীতে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা রেকর্ড করা হয়নি।

চিত্রদেশ//এল//

Tags

আরও

Leave a Reply

Back to top button