প্রধান সংবাদ
রাজধানীতে ‘গোলাগুলিতে’ নিহত ১
স্টাফ রিপোর্টার:
রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘গোলাগুলি’র ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন।
রোববার দিনগত রাত ৩টার দিকে সেখানকার নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম জানান, খবর পেয়ে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। জানতে পেরেছি ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, রাত পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩২। নিহতের পরনে ছিল লুঙ্গি ও কালো পাঞ্জাবি। তার পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
চিত্রদেশ//এস//