অপরাধ ও আইনপ্রধান সংবাদ

রাজধানীতে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে পুলিশের এক এএসআইসহ দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

রোববার রাতে গেণ্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে গ্রেফতার করে র্যাব ১০-এর একটি দল তাদের গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করে।

গেণ্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া জানান, গ্রেফতার এএসআই মো. আজিজ যাত্রাবাড়ী থানায় কর্মরত। আর অন্যজনের নাম মো. রাজ্জাক।

তিনি বলেন, আজিজের কাছে ১০০টি এবং রাজ্জাকের কাছে ৪৮টি ইয়াবা পাওয়ার কথা র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে গেণ্ডারিয়া থানায়।

চিত্রদেশ//এল//

আরও

Leave a Reply

Back to top button