আন্তর্জাতিকপ্রধান সংবাদ

যুক্তরাজ্যে লকডাউনের মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছে তার সময়সীমা আর ৩ সপ্তাহ বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‍্যাব।

তিনি এমন এক সময়ে এ ঘোষণা দিলেন যখন দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে।

বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‍্যাব বলেন, ব্রিটেনের বৈজ্ঞানিক পরামর্শদাতারা এই মর্মে সতর্ক করে দিয়েছেন যে, বর্তমানে যে কোনও সুরক্ষা ব্যবস্থা শিথিল করা জনস্বাস্থ্য এবং ব্রিটিশ অর্থনীতি এই দুইয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।

ব্রিটিশ সরকার জানিয়েছে, করোনভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশব্যাপী যে লকডাউন আরোপ করা হয়েছে, তার সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়ানো হবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ১৩ হাজার ৭২৯ জন ভাইরাসে মারা গেছে। এছাড়া করোনায় মোট আক্রান্ত হয়েছে এক লাখ তিন হাজার ৯৩ জন।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button