গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘আলোকিত হৃদয়’
হৃদয় ভাঙা অত সহজ নয়,
চোখের জলে কিনেছি ভালোবাসার রঙ
তিল তিল করে গড়েছি খাঁটি ইমারত
প্রেমের সিংহাসনে বসেছি পরমানন্দে
বহুকাল ধরে কষেছি লাভ ক্ষতি, পাপ পূণ্যের অংক
নিঃশেষ করেছি জীবনের সোনালী দিন
বিদুরিত করেছি হিংসা ও বিদ্বেষের কালোছায়া মনের গহীন হতে ।
পরিশেষে নিজেকে সমর্পন করেছি
অহিংসার আধ্যাত্মিক বাতায়নে
সাম্য ও সৌহার্য্যের পূণ্য ভুবনে
উন্নত সোপানে
আলোকিত স্বর্গীয় উদ্যানে
মনের অজান্তে আনমনে ।