গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘স্নিগ্ধতার পরশ’
আবারো স্নিগ্ধতার পরশে জন্ম নিক নতুন পৃথিবী
পরাধীনতার নাগপাশ কাটিয়ে মুক্ত হোক জীবন
সৃজনশীলতার বন্যায় ভাসুক প্রতিটি দিন
রক্তিম আলোর আভায় জাগ্রত হোক বিবেক ।
এ যেন ভাগ্যের আপন লীলাখেলা
জন্ম থেকে জন্মান্তরে ভেসে চলা
অব্যক্ত মনের কথা প্রিয়জনকে বলা।
তবুও বুভুক্ষুর দানবেরা চিরদিন মাথায় চড়ে
নিয়তির শিকলে বন্দি হয় হাজারো মানুষের স্বপ্ন
প্রতিশোধের বহ্নিশিখার আগুনে
নিমজ্জিত পৃথিবী
ধিরে ধিরে পরম প্রশান্তির চাদরে মুড়ে যায় অবলীলায় ।