গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘শান্তির নীড়’

নিষ্পাপ মনের পরতে পরতে ঘাত প্রতিঘাত সয়ে
অভিশপ্ত অন্ধ গলির চৌরঙ্গীতে নিঃসঙ্গতার সঙ্গী হয়ে
আমি বেঁচে আছি সংগ্রামের পবিত্র মোহনায়
ভেসে আছি প্রতীক্ষার অন্তহীন দিগন্তে।
চলতে চলতে নিঃশেষ হয়ে গেছে অভিমানের গোলাভরা বারুদ
ভুল বোঝাবুঝির মাঝে ইন্ধন হয়েছে অবিশ্বাস ও সন্দেহের কালো পাহাড়
সংসারধর্ম আজ ভয়াবহ রূপ নিয়েছে মহাভারতের কুরুক্ষেত্রে।
তবুও অবুঝ, মাসুম মনের প্রতিটি কোণে ঐশী চেরাগ জ্বেলে
ভালোবাসার সঞ্জীবনী সুধা চারিদিকে অনর্গল ঢেলে ঢেলে
আমি একটু শান্তির নীড় খুঁজে চলেছি বিরামহীন ক্লান্তিময় জীবনের প্রান্তে।

Related Articles

Back to top button