গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘গভীর পরশ’

ভাবনার গভীরে ভাবের ঐশী আলোক ফোয়ারা
হৃদয় আকাশে মূহ্যমান পরাভব বাস্তবতার চেরাগ
নৃশংস, নিষ্ঠুর পৃথিবীর দিকে দিকে ভুলষ্ঠিত মানবতা
সভ্যতার আয়েশী ঢঙে মানবসেবার উদাত্ত আহবান।
এযেন উলঙ্গ সত্যের নির্লজ্জ প্রকাশ!
মেরূদন্ডহীন ব্যক্তিত্বের আত্মজীবনী
চারিদিকে নৈরাজ্যের বিষের বাঁশি।
তবুও আত্মগরিমার সবটুকু লেবাস পরিহার করে
আজন্মলানিত স্বপ্নের ভুবনে সাধনার হিমালয় পাড়ি দিয়ে
আমি একটু একটু করে এগিয়ে চলেছি
হিংসা বিদ্বেষমুক্ত মানবতার তপোবনে।
আবারো চারিদিকে মানবপ্রেমের ফুল ফুটেছে
শ্রাবণের বারিধারায় ঐশী প্রেমের রঙ ধরেছে
নির্লিপ্ত নিরাকার আকাশের নিলীমা ছুঁয়েছে স্বপ্ন।
ধিরে ধিরে সৌরমন্ডলের গন্ডি পেরিয়ে
সপ্ত আসমান জমিন ছাড়িয়ে
মন ছুটে গেছে সিদরাতুল মুনতাহা পার হয়ে
আল্লাহর আরশে,
গভীর পরশে।

Related Articles

Back to top button