গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘পবিত্র ক্ষণে’

ভরা পূর্ণিমায় অসংখ্য তারকার মাঝে লীন হয়ে
কল্পনার হাজারো বিচিত্র রঙে নিজেকে রাঙিয়ে
আমি ছুটে চলেছি অনির্বচনীয় ঐশ্বর্যের দ্বারপ্রান্তে
মানসিক প্রশান্তির অনন্য চূড়ায় ।
তবুও বিরহের মায়াময় করুণ সুর
আমাকে ঘিরে থাকে সারাক্ষণ,
প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে আমি অনুভব করি
স্বর্গীয় ভালোলাগার রোমাঞ্চকর পরশ ।
ভালোবাসার মনোমুগ্ধকর ভুবনে
ধীরে ধীরে আবিষ্ট হয় আমার মন ।
আমি অস্তিত্বে থেকেও অনস্তিত্বে সমাহিত হতে চাই ,
হারিয়ে যেতে চাই ঐশ্বরিক ভালোবাসার অনন্য সোপানে ,
দিদারে এলাহির পবিত্র ক্ষণে।

Related Articles

Back to top button