সাহিত্য

মেহেবুব হকের কবিতা ‘অনন্ত দিশা’

নিয়তির বিনি সুতোর মালায় নিজেকে সাজিয়ে

অনাবিল প্রশান্তির চাদরে সযত্নে নিজেকে মুড়িয়ে

আমি ছুটে চলেছি  এক অনিবার্য মহাসত্যের দ্বারপ্রান্তে

যেখানে ক্ষুৎপিপাসার জগত মিছে মনে হয় অবলীলায়

কামনা বাসনা নিষ্প্রভ হয়ে যায় সময়ের চোরাবালিতে

বিবেকের দ্বারে কড়া নাড়ে আয়েশি পাপিষ্ঠ মন

অসার মনে হয় অর্জন ও অস্তিত্বের দুনিয়া কাঁপানো গল্প

তবুও আমরাই দিনশেষে এই জগত নিয়ে পাগলপারা

আমরাই চাই অর্থ বিত্ত ও  সম্পদ রাশি রাশি ভারা ভারা

যেখানে ত্যাগ ও তিতিক্ষার পথে অন্তরায় হয় জ্ঞানপাপী মন

শুভবুদ্ধি ও চিন্তা ঢাকা পড়ে যায় স্থূল বৈষয়িকতায় ভিড়ে

জীবন তার স্রোত হারিয়ে

অন্ধগলির চৌরঙ্গী পেরিয়ে

খুঁজে বেড়ায় সত্য ও সুন্দরের পথে বেঁচে থাকার অনন্ত দিশা

কবি: মেহেবুব হকে
Tags

আরও

Leave a Reply

Back to top button