গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা’সার্থক মানব জনম’

কী হবে কাড়ি কাড়ি টাকা পয়সা উপার্জন করে
কী হবে অফুরন্ত ধন সম্পদের পাহাড় গড়ে
চলে তো সেই যেতেই হবে আগেপরে তবে
কী হবে ক্ষণস্থায়ী ভোগ বিলাসে নিজেকে মত্ত করে।।
কী হবে অন্যকে চরম ঠকিয়ে বড়াই করে
কী হবে অন্যের অধিকার অন্যায়ভাবে হরণ করে
মরণ তো ঠিকই হাতছানি দেবে হটাৎ করে তবে
কী হবে লাঠি মেরে জাঁকজমকের জীবন গড়ে।।
কী হবে লাগামছাড়া বেহিসাবি জীবন গড়ে
কী হবে অর্থ দিয়ে মেকি ভালোবাসা আপন করে
মরণ তো ঠিকই উঁকি দিবে চুপিসাড়ে তবে
কী হবে বালির বাঁধের প্রাসাদ গড়ে রঙ্গভরে ।।
কী হবে বিষের বাঁশি ফুঁ দিয়ে বাদ্য করে
কী হবে রঙমহলে চোখধাঁধানো নৃত্য করে
মরণ তো এসে ঠিক চিলের মতই ছু মারে তবে
কী হবে আয়েশি জীবনের ভরপুর খাহেশ মিটিয়ে।।
কী হবে শোষণের পরাকাষ্ঠা গলায় পরে
কী হবে জুলুম নির্যাতনে স্থবির সমাজ গড়ে
মরণ তো নীরব ঘাতক কড়ানাড়ে জীবনদ্বারে তবে
কী হবে পাপের ফেনারাশি জীবনভর পান করে।।
এসো হে মানুষ, সকলে শপথ করি স্নিগ্ধ সকালে
না করি একে অপরের উপর জুলুম নির্বিচারে
মানবতার জয়গানে মুখরিত জীবন গড়ি ধীরে ধীরে
মানুষ হয়ে মানবজন্ম সার্থক করি সারাজীবন ভরে।।

Related Articles

Back to top button