মেহেবব হকের কবিতা ‘এলো খুশির ঈদ”
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
পড়তে যাব ঈদের নামাজ খুশিতে মন চৌচির।
আরশ কুরশি লৌহ কলম সেজেছে খুশিতে আজ
আসমান-জমিন সবখানেই মেলে আনন্দেরই ভাঁজ।
রমজানের ওই রোজার শেষে ওই রোজার শেষে এলো খুশির ঈদ
খুশির ঠ্যালায় আগেই ভেঙেছে স্বপ্নময় নিদ।
ছেলে-বুড়ো মাতবে আনন্দে যার কোনো সীমা নেই
নিখিল ভুবন সেজেছে অপরুপ দেখি চারিদিকেই।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
দোস্ত-দুশমন সব ভুলে গেয়ে ওঠে আসমান গীত।
আকাশ-বাতাস সূর্য-তারা সব আনন্দে সরগম
আপন মাঝে উচ্ছ্বাসের ঢেউ বয়ে চলে হরদম।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
রাজা-প্রজা, ধনী-গরিব আনন্দে গায় গীত।
টাকা-পয়সা, ধন-দৌলত ফিকে মনে হয বিলকুল
ঈদের খুশি বাটতে সকলের সাথে হৃদয় আজ আকুল।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
জাকাত ফিতরা বিলি করে গেয়ে উঠি ভ্রাতৃত্বের গীত
সারাটি মাস রোজা রেখে ইমান হয়েছে জিন্দা
শিখেছি আমরা প্রেমের বাণী দিয়েছে বাদ পরনিন্দা।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে ভরিয়ে দিতে পেয়েছি ঐশী তাগিদ।
ফকির-মিসকিন আজ সকলেই খোদার মেহমান
ইশকে খোদা ইশকে রাসূলেই মেলে হাকিকি ইনসান।