খেলাধুলা

মুশফিকদের করোনা পরীক্ষা শুরু

স্পোর্টস ডেস্ক:

চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় দল। আসন্ন সিরিজকে সামনে রেখে আজ (৭ সেপ্টেম্বর) থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু করার মধ্য দিয়ে সিরিজটির আনুস্থানিকতা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা ৭ সেপ্টেম্বর থেকেই ক্রিকেটারদের করোনা টেস্টট শুরু করবো। সব ক্রিকেটারের বাসায় গিয়ে নমুনা নিয়ে আসা হবে। সবাই আপাতত বাসায়ই থাকবে। তবে কেউ পজিটিভ হলে যাতে অন্যরা সতর্ক হতে পারে সেজন্যই করা। আমাদের কিছু স্টাফ, গ্রাউন্ডস ম্যানের করোনা হয়েছে তো তাই আগে করানো হচ্ছে। আমাদের করার কথা ছিল ১৮ তারিখে। ১৮, ২২ ও ২৭ তারিখে মোট তিনবার টেস্ট করানোর কথা, তার আগে আমরা আরেকবার করে নিচ্ছি। যেহেতু কিছু লোক আক্রান্ত হয়েছে এ কারণে। আর ১৮ তারিখে আবার টেস্ট হবে ওটা তো বলাই আছে।’

বিসবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই প্রসঙ্গে বলেন, যারা যারা অনুশীলন করছে বা করে আসছে তাদেরটা আমরা করে ফেলব (করোনা টেস্ট)। কেননা এখন দেখা যাচ্ছে এটা বেশি ছড়িয়ে যাচ্ছে। তাছাড়া আমরা মূল টার্গেট হচ্ছে দুটি। অনুর্ধ্ব -১৯ দল, জাতীয় দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দল। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে। কিন্তু জাতীয় দল ও এইচপি দলের শ্রীলঙ্কা সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া যেহেতু জাতীয় দল ও এইচপি দল এই মাঠে অনুশীলন করবে সেহেতু মাঠের প্রস্তুতিটাও বড় ব্যাপার। সবকিছু বিবেচনা করে সতর্কতার অংশ হিসেবেই এটা করা হচ্ছে।

এর আগে ক্রিকেটাররা একক অনুশীলন করলেও করোনা পরীক্ষার পর দলগত অনুশীলন করার সুযোগ পাবেন তারা। যারা নেতিবাচক প্রমাণিত হবেন তারাই সুযোগ পাবেন দলগত অনুশীলনের।

সম্প্রতি ক্রিকেটারদের একক অনুশীলনে তিন জন সাপোর্ট স্টাফ করোনা ইতিবাচক প্রমাণিত হওয়ায় ক্রিকেটারদের করোনা টেস্টের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যাতে করে কেউ আক্রান্ত হলেও সুস্থ্য হয়ে দলের সঙ্গে যোগ দেবার জন্য পর্যাপ্ত সময় পান।

চিত্রদেশ //এল//

Related Articles

Back to top button